ফরিদপুরে ডেঙ্গুজ্বরে ১৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

ডেস্ক: ফরিদপুর জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। ফরিদপুর জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় (সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা) ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন।

বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪০ জন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। বাকিরা বেসরকারি বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছেন।

চিকিৎসাধীন অবস্থায় শুধু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ৮ জন। এ নিয়ে ফমেক হাসপাতাল ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে ফরিদপুর জেলার মোট ১৪ মারা গেছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা জানান, ডেঙ্গু পরিস্থিতি এখনো মারাত্বক পর্যায়ে রয়েছে। হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। ফলে হাসপাতালের চিকিৎসকেরা ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

উল্লেখ্য, ফরিদপুর জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৮৩ জন। এর মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৯০ জন এবং আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে ২৪৬ জনকে।

এ/

Comments