পানাহার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় বিদায়ি ও পুরস্কার বিতরণী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮ কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পানাহার (কনিকাপুর) স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায়, চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির। মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি জনাব মতিউর রহমান মাস্টার (অব) নজরুল ইসলাম খান (কাচন) মাস্টারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, পানাহার (কনিকপুর) স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে। প্রতিষ্ঠিার পর থেকে প্রায় প্রতিবছর বৃত্তিতে উপজেলায় প্রথম স্থান অধিকার করে আসছে। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: পানাহার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় বিদায়ি ও পুরস্কার বিতরণী