নিদাহাস ট্রফি : ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮

একুশ নিউজ স্পোটর্স ডেক্স : নিদাহাস ট্রফিতে আজকের (১৪ মার্চ) খেলায় ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মুহাম্মাদুল্লাহ রিয়াদ ।

এদিকে ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির চতুর্থ ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক  জানিয়ে ম্যাচে কাল ব্যাজ ধারণ করে মাঠে নামছে টাইগাররা ।মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে।

 

সোমবার ত্রিভুবন বিমান বন্দরে অবতরণ কালে দুর্ঘটনার শিকার হয় চার ক্রুসহ ৭১ জন আরোহীর মধ্যে বিমানের বৈমানিকসহ ৫০ জন নিহত হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের এ বিমারটি অধিকাংশ যাত্রীদের মধ্যে বেশিরভাই বাংলাদেশী।

তবে আজকের ম্যাচে তাসকিনের পরিবর্তে একাদশে স্থান পেয়েছে আবু হায়দার রনি।

/এসআর

Comments