খুলনায় কওমি সনদের বিল পাশে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শুকরিয়া মিছিল

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: কওমী মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও এ্যারাবিক) এর সম্মান দিয়ে জাতীয় সংসদে বিল পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে রবিবার (২৩ সেপ্টেম্বর) নগরীতে একটি শুকরিয়া মিছিল বের করে বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডসহ বিভিন্ন কওমি মাদ্রাসা।

হাইয়াতুল উলিয়া ও বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড খুলনা জেলা শাখার উদ্যোগে বিকেল ৪টায় মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বেফাক খুলনা জেলা সভাপতি মাওলানা মুশতাক আহমদ।

বক্তব্য রাখেন মাওলানা রফিকুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মুফতি রফিকুল ইসলাম, মুফতী গোলামুর রহমান, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, মাওলানা আসাদুল্লাহ, মুফতি আব্দুল হাই, মুফতি জিহাদুল ইসলাম, মুফতি আবুল কাশেম, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা হুমায়ুন কবীর, মুফতি মানজুর আহমেদ প্রমুখ।

এছাড়া জামেয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি মাদ্রাসা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসায় গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।

অধ্যক্ষ মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন শাইখুল হাদীস মাওলানা আজমল আলী, মুহাদ্দিস মাওলানা শাহাদাত হুসাইন, মাওলানা ছরোয়ার হুসাইন, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মাজহারুল ইসলম, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা জাহাঙ্গীর হুসাইন, মুফতী সাঈদ হুসাইন প্রমুখ।

/এমএম

Comments