“একুশ নিউজ টোয়েন্টিফোর ডটকম ” -এ সংবাদকর্মী আবশ্যক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৮ একুশ নিউজ ডেস্ক : দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “একুশনিউজ টোয়েন্টিফোর ডটকম “। প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ, সত্য ও নিরপেক্ষ সংবাদ সবার আগে জনমানুষের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলা, বিনোদনসহ পাঠকের চাহিদা অনুযায়ী সকল ধরণের সংবাদ সবার আগে প্রকাশে “একুশ নিউজ” সর্বদা সচেষ্ট। নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক, উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের। আর এ জন্যই “একুশ নিউজ টোয়েন্টিফোর ডটকম “ চলার পথে নবীনদের সারথি করতে সারাদেশে (কলেজ-বিশ্ববিদ্যালয়, জেলা-উপজেলা ও থানা) পর্যায়ে সংবাদকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় যোগ্যতাঃ ১. শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম এইচএসসি পাশ (অভিজ্ঞদের ক্ষেত্রে বিবেচনা করা হবে)। ২. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা। ৩. পরিশ্রমী হতে হবে। ৪. অনুসন্ধানী মানসিকতা। ৫. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা। ৬. লেখালেখির যোগ্যতা। ৭. ভাষাগত দক্ষতা। আপনি যদি মনে করেন উপরের সকল যোগ্যতা আপনার আছে। তবে আর দেরি না করে আপনার জীবন বৃত্তান্ত পাঠান আমাদের ই- মেইল (ekushnews@gmail.com) – এ । আমাদের টিম শিগরিরই আপনার সাথে যোগাযোগ করবে । শর্তঃ নিজের আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা কিংবা নিজের জীবনের কোন অভিজ্ঞতা নিয়ে ন্যূনতম ২৫০ শব্দের একটি লেখা জীবন বৃত্তান্তের সাথে লিখে পাঠাতে হবে আগামী ৩১ মার্চের মধ্যে । Comments SHARES মিডিয়া বিষয়: একুশ নিউজ টোয়েন্টিফোর ডটকম" -এ সংবাদকর্মী আবশ্যক