অনুপ্রাসের প্রধান পরিচালক হলেন নেছার আহমাদ

যৌথভাবে কাজ করবে অনুপ্রাস ও ক্রাফট স্টুডিও

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

ডেস্ক: ক্রাফট স্টুডিও (Craft Studio) ও অনুপ্রাস যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে অনুপ্রাসের সকল কার্যক্রম প্রকাশিত হবে ক্রাফট স্টুডিও- এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

শুক্রবার বাদ মাগরিব রেডিও টাচ মিলনায়তনে অনুপ্রাসের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল আহাদ সালমান এর সভাপতিত্বে ক্রাফট স্টুডিও (Craft Studio) এর সিইও (CEO) সাইদ জুবাইর এর সঞ্চালনায় একটি সভা অনুষ্ঠিত হয়।

এতে অনুপ্রাসের প্রতিষ্ঠাতা সিনিয়র পরিচালক ইয়াকুব হুসাইন সোহান, ইয়াসিন আহমাদ ও নেছার আহমাদ। সিনিয়র শিল্পীদের মধ্যে আবুবকর ইমতিয়াজ ও মোহাম্মাদ ওবায়দুল্লাহ ছাড়াও কিশোর শিল্পীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে অনুপ্রাসের স্থায়ী কমিটি, শিল্পী ও সদস্যদের সম্মতিতে প্রধান পরিচালক হিসেবে নির্বাচিত হন নেছার আহমাদ।

এতে সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খুব শীঘ্রই আসছে এ দুটি প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় ইসলামী সংস্কৃতির ব্যতিক্রমী ও অনন্য সব আয়োজন।

এমএম/

 

Comments