৫৩ বছরে পদার্পণ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮ নাজমুল হাসান, চবি প্রতিনিধি: ৫২ বছর পেরিয়ে ৫৩ বছরে পদার্পন করল দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ৫২তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে রোববার দুপুর ২ টায় উপাচার্য মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার পূর্বে চবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন এবং আলোচনার শুরুতে কেক কেটে চবির ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন। এ সময় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, উচ্চশিক্ষা, গবেষণাসহ ভৌত অবকাঠামো উন্নয়ন এবং অর্জনের সার্বিক দিক আলোকপাত করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, এই অহংকার ও গৌরবের জায়গাটুকু অধিকতর ফলপ্রসু করতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে ‘সততা-স্বচ্ছতা-জবাবদিহিতা’ নিশ্চিতকরণকল্পে প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নের কোন বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পঠন-পাঠনের জায়গা নয়, এটি হচ্ছে আধুনিক জ্ঞান সৃজন এবং বিতরণের তীর্থ স্থান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চবি প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, চবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী, সিনেট সদস্য প্রফেসর এ বি এম আবু নোমান, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ। এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহামদ, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, অফিসর সমিতির সভাপতি জনাব এ কে এম মাহফুজুল হক এবং কর্মচারী সমিতির সভাপতি জনাব মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) জনাব মো. ফরহাদ হোসেন খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষদ সমূহের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি এবং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: ৫৩ বছরে পদার্পণ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়