২৩ এপ্রিলের ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা ১৪ মে

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮

মুহাম্মদ নোমান ছিদ্দীকী: দেশব্যাপী চলমান এইচএসসির আগামী ২৩ এপ্রিলের (সোমবার) পরীক্ষা স্থগিত করে তা ১৪ মে (সোমবার) নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ময়মনসিংহের একটি কেন্দ্রে ভুল করে ভূগোল দ্বিতীয়পত্রের প্রশ্নের প্যাকেট খোলায় পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২২ এপ্রিল) ভূগোল প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার ছিলো ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যন ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

গত ২ এপ্রিল থেকে দুই হাজার ৫৪১টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। আগামী ১৩ মে শেষ হওয়ার কথা ছিলো তত্ত্বীয় পরীক্ষা।

/এমএম

Comments