সরকারী কলেজ হয়েও সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যে কলেজ! নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯ অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী)প্রতিনিধি: কলেজ জাতীয়করণ হওয়ার পরও সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বালিয়াকান্দি সরকারি কলেজ। এটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত। ১৯৬৭ সালে স্থাপিত এই ঐতিহ্যবাহী কলেজ ২০১৮ সালের ২৫ আগষ্ট জাতীয়করণ হয়। জাতীয়করণের ১ বছরেরও অধিক সময় অতিবাহিত হলেও নীতিমালার অভাবে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কলেজের ২ হাজারেরও বেশি শিক্ষার্থী। কলেজটিতে রয়েছে ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূগলের মতো ৪ টি গুরুত্বপূর্ণ বিষয়ে অনার্স অধ্যয়নের সুযোগ। কিন্তু ২ হাজার শিক্ষার্থীর অধ্যয়নের জন্য ক্লাস রুম আছে মাত্র ১২টি। সম্প্রতি কলেজের একটি ভবনকে পরিত্যাক্ত ঘোষনা করায় সৃষ্টি হয়েছে এমন সংকটের। এতে করে সময়মত সব বিভাগের ছাত্র-ছাত্রীদের ক্লাস না নিতে পাড়ায় ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। তেমনি রয়েছে শিক্ষক সংকট, সকল বিষয়ের জন্য পর্যাপ্ত শিক্ষক না থাকায় ক্লাস নেওয়ার ক্ষেত্রে হিমসিম খেতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে। ৩ জন চুক্তিভিত্তিক অফিস ষ্টাফ দিয়ে চালাতে হচ্ছে অফিস ব্যবস্থাপনা। এতে করে যেমন দুর্ভোগে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা তেমনি দুর্ভোগ পোহাতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে। অন্যদিকে কলেজের সাবেক অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা ২০১৮ সালের ১৩ আগষ্ট অবসরে যাওয়ার পর নতুন কোন অধ্যক্ষ পায়নি কলেজটি। ফলে কলেজের কর্মকাণ্ডও তেমন অগ্রগতি হয়নি। ১ বছরের বেশি সময় ধরে কলেজের কর্মকাণ্ড চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারা। বর্তমানে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান দ্বারা চলছে কলেজের অধ্যক্ষের কার্যক্রম। এতে করে তিনিও তার বিভাগীয় ক্লাস সমূহ নিতে পারেন না। বালিয়াকান্দি সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র সুজন মিত্র বলেন, আমরা সময়মত ক্লাস করতে পারি না যদিও পাই সেক্ষেত্রে শিক্ষক কম থাকার জন্য একজন শিক্ষক ২ বা তার অধিক ক্লাস নিতে বাধ্য হন। সরকারি কলেজ হওয়া সত্ত্বেও রেজিষ্ট্রেশন ফি, ফরম ফিলাপ, পরীক্ষার ফি দিতে হয় অতিরিক্ত যা আমাদের জন্য খুবই কষ্টকর। ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্রী মারিয়া সুলতানা মীম আক্ষেপের সাথে বলেন, সরকারী সার্টিফিকেট পাবো এই আশায় অন্য কলেজে ভর্তি না হয়ে ভর্তি হয়েছিলাম বালিয়াকান্দি সরকারি কলেজে কিন্তু দুঃখের বিষয় সরকারী নীতিমালা না আসায় আমাদের সরকারি সার্টিফিকেট নিয়ে রয়েছে ধোঁয়াশা। আমাদের সাধারন ছাত্র-ছাত্রীদের দাবী অনতিবিলম্বে কলেজ সরকারি নীতিমালা অনুযায়ী চলুক এবং কলেজে নতুন অধ্যক্ষ আসুক, যাতে করে আমাদের কলেজের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ঘটে। এ ব্যাপারে বালিয়াকান্দি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র রায় বলেন, দীর্ঘ ১ বছরের বেশি সময় পার হলেও আমরা এখনো সরকারী নীতিমালা পাইনি। যার কারনে কলেজের বিভিন্ন সমস্যা সত্ত্বেও আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। পরিসংখ্যান, ইসলামের ইতিহাসসহ বেশ কিছ বিষয়ে ক্লাস নিতে সমস্যা হচ্ছে। নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা এখন আমাদের নেই। যাতে করে শিক্ষক সংকট নিয়েই আমাদের শিক্ষা কায্রর্কম চালাতে হচ্ছে। আবার একটি ভবন পরিত্যক্ত হওয়ায় ক্লাস রুমের সংকটে আছি, ২ হাজার শিক্ষার্থীর বিপরীতে ক্লাস রুম রয়েছে মাত্র ১২ টি। এতে করে সময়মত ক্লাস নেওয়ায়ও ব্যাঘাত ঘটছে। দ্রুত এসকল সমস্যা কাটিয়ে পঞ্চাশউর্ধ্ব ঐতিহ্যবাহী এই কলেজকে পূর্নরুপে ফিরিয়ে আনতে হবে বলে সচেতন মহলের দাবি। এ/ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: বালিয়াকান্দি সরকারি কলেজ