রবিবার থেকে শুরু ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮ একুশনিউজ২৪: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী রবিবার থেকে শুরু হবে। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর দেড়টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারাদেশের ১ হাজার ৮১৫টি কলেজের ৬৯৫টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২২ হাজার ২৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জরুরী প্রয়োজনে কন্ট্রোল রুমের ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করা করতে বলা হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একুশনিউজ/এমএম Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: