যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮

ইবি প্রতিনিধি: যথাযথ সম্মান ও নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

আজ ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য ও জাতীয় দিবসসমূহ উদযাপন স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান।

এ সময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা উপস্থিত ছিলেন। একই সময়ে হল প্রভোস্টরা নিজ নিজ হলে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক শোক র‌্যালি বের হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।

এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরামসহ সকল ফোরাম ও পরিষদ, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, বঙ্গবন্ধু পরিষদ কর্মকর্তা ইউনিটসহ বিভিন্ন ইউনিট, আবসিক হলসমূহ, অনুষদ ও বিভাগসমূহ, ইবি ল্যাবলেটারি স্কুল, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

/আরএ

Comments