মিরসরাইয়ে ‘আলোর খোঁজে সমাজসেবা কল্যাণ পরিষদ’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

আজিজ আজহার, মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর খোঁজে সমাজসেবা কল্যাণ পরিষদ ট্রাস্ট ফাউন্ডেশন’র উদ্যােগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে মিরসরাই পৌরসভার অসহায়, দরিদ্র, দিনমজুর, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করার মাধ্যমে সংগঠনের অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তরুণ সমাজকর্মী, ব্যবসায়ী, মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোহাম্মদ রহিম উদ্দিন বাদশা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজ সেবক, ব্যবসায়ী ও মিরসরাই পৌরসভা আওয়ামী যুবলীগ নেতা মোহাম্মদ তাজুল ইসলাম হৃদয়, মোহাম্মদ ইয়াসিন আরাফাত,মোহাম্মদ সানি,মেহেদী হাসান মুন্না,মোহাম্মদ স্বজন, মোহাম্মদ নাঈম, জিহাদ, তাহসিন, আকাশ, আসিফ, মেহেদী, সাইদুল, জিসান, আকিব প্রমুখ।

/এসএস

Comments