ভোলার চরফ্যাশনে ১৫ লাখ বাগদা রেনু জব্দ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মে ৫, ২০১৮ জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ভোলার চরফ্যাশনে পাচারের সময় ১৫ লাখ বাগদা রেনু জব্দ করেছে দক্ষিন জোন কোস্টগার্ড। শনিবার ভোর রাতে বোয়ালখালী চিতলমারী নদীতে অভিযান চালিয়ে ওই চিংড়ি রেনু জব্দ করা হয়। কোস্টগার্ডের চরফ্যাশন স্টেশন অফিসার এম জাহাঙ্গীর আলম জানান, শনিবার ভোর রাতে দুটি ট্রলারে ৬০ ব্যারেলে ওই সব চিংড়ি রেনু পাচার করা হচ্ছিল। এসময় কোস্টগার্ড সদস্যরা ট্রলার দুটি ঘিরে ফেলে। একইভাবে ভোলার বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন, লালমোহনের মঙ্গলসিকদার, জেলা সদরের ইলিশা-বঙ্গেরচর জোন থেকে চিংড়ি রেনু ধরার অভিযোগ রয়েছে। এদিকে জব্দকৃত চিংড়ি রেনুর দাম কমপক্ষে কোটি টাকা। কোস্টগার্ডের অভিযানে জব্দকৃত ওই রেনু ভোরে নদীতে অবমুক্ত করা হয়। একটি চক্র এই সব রেনু খুলনা, বাগেরহাটসহ ভারতে পাচার করে আসছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার। Comments SHARES অর্থ-বাণিজ্য বিষয়: ভোলার চরফ্যাশনে ১৫ লাখ বাগদা রেনু জব্দরেনু