বিএনপি সন্ত্রাসী দল এটা প্রমাণ হয়েছে: কাদের

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮

একুশ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কানাডা ও বাংলাদেশের আদালতের রায়ে প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাদারীপুর ও শরীয়তপুর অংশে জনসভাস্থলের প্রস্তুতি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও এড়াতে পারেন না। তারও বিচার হওয়া উচিত। বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা রাজনীতি ও সন্ত্রাসকে এক করে ফেলেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বে এমন কোন নজির আছে কিনা যেখানে বিরোধী দলকে নির্বাচনে ডেকে আনা হয়! আর আমরা কি তাদের ডেকে আনব নাকি? বিএনপি আসবে কিনা এটা তারা ভালো জানে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ অক্টোবর পদ্মা সেতুর উভয় প্রান্তের কাজের অগ্রগতির ফলক উন্মোচন করবেন। এসময় পদ্মা সেতুর শরীয়তপুর অংশ পর্যবেক্ষণ করবেন তিনি।

মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৫টি স্প্যান বসানো হয়েছে। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১টি বসেছে এবং ৫টি স্প্যান বসানোর প্রস্তুতি চলছে।

/আরএ

Comments