নিয়োগ বাণিজ্যের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বহিষ্কার, নিয়োগ বোর্ড স্থগিত

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯

মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি: নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

(শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ সাক্ষরিত পৃথক দুটি বার্তায় জানা যায়, ২৯ জুন ২০১৯ তারিখে অনুষ্ঠিতব্য ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক পদের নির্বাচনী বোর্ডের একজন আবেদনকারীকে অর্থের বিনিময়ে চাকুরী পাইয়ে দেয়ার উদ্দেশ্যে লেনদেন এর অডিও ফাঁস হওয়ার তথ্য প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম আব্দুর রহিম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাঃ রুহুল আমীনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২৯/৬/১৯ তারিখে অনুষ্ঠিতব্য প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড অনিবার্য্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

Comments