দল হিসেবে সানরাইজার্স ভারসাম্যপূর্ণ : সাকিব

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরে সানরাইজার্স হায়দারাবাদ দলগতভাবে ভালো করবে মনে করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আইপিএলের ক্যারিয়ারে এবারই প্রথম হায়দারাবাদের হয়ে খেলবেন সাকিব। ২০১১ থেকে গত আসর পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। এবার নতুন দলের ক্যাম্পে যোগদান করে অনুশীলনের ফাঁকে সানরাইজার্স হায়দারাবাদের ফেসবুকে পেইজে এক ভিডিও বার্তায় আসন্ন আইপিএল নিয়ে কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘দল হিসেবে খেলতে পারলে আমরা ভালো করবো। আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ।’

বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ছয় মৌসুমে ৪৩টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ৩২ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৮ রান ও বল হাতে ৪৩ উইকেট নিয়েছেন সাকিব। তিনি ব্যাট-বল হাতে নিজের সেরাটা দিয়ে সুনামও কুড়িয়েছেন। তবে আইপিএলের একাদশ আসরের আগে বেশ আশ্চর্যজনকভাবেই সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এই সুযোগে গত জানুয়ারিতে অনুষ্ঠিত নিলামে সাকিবকে ২ কোটি রুপিতে কিনে নেয় মুস্তাফিজের সাবেক দল সানরাইজার্স হায়দারাবাদ।

এবারই প্রথম নিজের আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় কোনো দলের হয়ে মাঠে নামবেন সাকিব। ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন এবং অনুশীলনও করেছেন। অনুশীলনের ফাঁকে দল ও আইপিএল নিয়ে কথা বলেছেন সাকিব। নিজের দল হায়দারাবাদ নিয়ে আশাবাদী সাকিব, ‘আশা করছি সমর্থকরা এবারও আমাদের দলকে সমর্থন করবে এবং আমাদের সাহস যোগাবে। আমাদের দলটা অনেক ভালো এবং ভারসাম্যপূর্ণ। আশা করি ভালো ফল করতে পারব।’

আগামীকাল শনিবার থেকে শুরু হবে আইপিএলের একাদশ আসর।  ৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম মাঠে নামবে সাকিবের দল। হায়দারাবাদের ক্যাম্পে অনুশীলন করে নিজের আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিয়েছেন বলে জানিয়ে সাকিব বলেন, ‘অনুশীলন খুবই ভালো হয়েছে। তবে অনুশীলনের আগে কিছুটা চিন্তায় ছিলাম। অনুশীলনের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এই আত্মবিশ্বাস শুরু থেকেই টুর্নামেন্টে কাজে লাগাতে এবং ভালো পারফরমেন্স করতে পারব।’

/এস আর

Comments