চুড়ামনকাটিতে পরীক্ষার কেন্দ্রে ফটোসেশন

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

যশোর প্রতিনিধি:  যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যের বিরুদ্ধে ফটোসেশনের অভিযোগ উঠেছে।

ওই ছবি ফেসবুকে আপলোড করা নিয়েও শুরু হয়েছে সমালোচনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, ফটোসেশন তো দুরের কথা ম্যানেজিং কমিটির সদস্যের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়ম নেই।

শনিবার শুরু হয়েছে অর্ধবার্ষিকী পরীক্ষা। এদিন পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র ঘুরতে থাকেন ম্যানেজিং কমিটির সদস্য শান্তি রঞ্জন ধর। এসময় তার সাথে ছিলেন প্রধান শিক্ষক ফজলুর রহমান।

এসময় তারা দুইজন কেন্দ্রের মধ্যে ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়েন। পরে শান্তি রঞ্জন ধর প্রধান শিক্ষক ও নিজের ছবি ফেসবুকে আপলোড করেন। এই ছবি দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

এই বিষয়ে শান্তি রঞ্জন ধরের কাছে জানতে চাইলে তিনি বলেন,পরীক্ষা কেন্দ্রের আইন সম্পর্কে আমি জানি না। ছবি তুলে ফেসবুকে আপলোড করা আমার ভুল হয়েছে।

প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান, আমি সাথে ছিলাম। ম্যানেজিং কমিটির ওই সদস্য কেন্দ্রে ঘুরতে এসে ছবি তুলে হয়তো ফেসবুকে দিয়েছেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অর্ধবার্ষিকী পরীক্ষা তাই বিষয়টি আমি গুরুত্ব দেয়নি। ম্যানেজিং কমিটির সদস্যের তো কেন্দ্রে প্রবেশের নিয়ম নেই,তাহলে কিভাবে গেলেন জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

এই বিষয়ে যশোর জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক জানান, পরীক্ষা চলাকালীন কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। আর ছবি তোলার প্রশ্ন্ই ওঠেনা। প্রধান শিক্ষকের সাথে ম্যানেজিং কমিটির ওই সদস্য কিভাবে কেন্দ্রে প্রবেশ করে ফটোসেশন করলেন তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Comments