চবি’র দুই শিক্ষককে বরখাস্তের আধঘন্টা পরে নাটকীয়ভাবে আদেশ প্রত্যাহার

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮

নাজমুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষায় অনিয়মের অভিযোগে সংস্কৃত বিভাগের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে এ সংক্রান্ত একটি আদেশও ইস্যু করা হয়। কিন্তু এই আদেশ ইস্যু করার আধ ঘণ্টার মধ্যে নাটকীয়ভাবে পরিবর্তন করা হয় দুই শিক্ষকের ওই বরখাস্তের আদেশ। দুই শিক্ষক হলেন- সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. সুপ্তিকণা মজুমদার ও সহকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেব নাথ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমেদ একুশ নিউজকে বলেন, আধা ঘণ্টার মধ্যেই দুই শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। নাটকীয়ভাবে সাময়িক বরখাস্তের আদেশ পরিবর্তন হলেও, প্রাথমিকভাবে তদন্তে অপরাধ গুরুতর নয় বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা প্রত্যাহার করে নেয়। পাশাপাশি অধিকতর তদন্তের জন্যে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ইস্যুকৃত বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়, পরীক্ষার কাজে অনিয়মের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রদত্ত প্রতিবেদন ও ৫১৬ তম সিন্ডিকেট সভার ৮ নং সিদ্ধান্তে উপাচার্যের প্রদত্ত ক্ষমতাবলে সংস্কৃত বিভাগের দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিলো। চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খল) সংবিধির ১৫(বি) ধারানুসারে এই বরখাস্তের আদেশ দেয়া হয়।

/এমএম

Comments