চবিতে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী উপদেষ্টাকে সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮

নাজমুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদেষ্টা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ কে সম্মাননা স্মারক প্রদান করেছে চবি বিজেএসসি শাখা সংসদের নেতৃবৃন্দ।

রোবববার (০৪ নভেম্বর) দুপুরে সভাপতির নিজ কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অন্যান্য শিক্ষকদের হাতে বিজেএসসির বিশেষ স্মরণিকা ‘স্বপ্ন’ তুলে দেন তারা। প্রসঙ্গত বিজেএসসি কর্তৃক আয়োজিত ‘ফার্স্ট ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট ২০১৮’ উপলক্ষ্যে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সহযোগী অধ্যাপক মুহাম্মদ যাকারিয়াকে স্মারখ তুলে দিচ্ছেন নেতৃবৃন্দ

গত ২৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে সারাদেশের ২৩ টি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এ ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট ২০১৮ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজেএসসি’র বিশেষ স্মরণিকা ‘স্বপ্ন’র মোড়ক উন্মোচন করেন বিজেএসসি’র প্রধান উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিজেএসসি সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল বলেন, বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকতার শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মত জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট করার মূল উদ্দেশ্য ছিল- সাংবাদিকতার শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা। সকল শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণে আমাদের আয়োজন শতভাগ সফল হয়েছে।

সহকারী অধ্যাপক এ কে এম জিয়াউর রহমানকে স্মারক তুলে দিচ্ছেন নেতৃবৃন্দ

স্মারক গ্রহণের সময় মোঃ আবুল কালাম আজাদ বাংলাদেশ একুশ নিউজকে বলেন, তোমরা আন্তঃবিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদেরকে একত্রিত করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছো তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ প্রচেষ্টার মধ্য দিয়েই এদেশে নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, এ রকম ভালো কাজের মধ্য দিয়ে তোমরা তরুণেরা দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।

এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, সংগঠনটি শুধু সাংবাদিকতার শিক্ষার্থীদের হলেও এখানে আমাদের সম্মানিত শিক্ষকমন্ডলী সবসময় পরামর্শ দিয়ে পাশে আছেন। এভাবে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আমাদের প্রাণের সংগঠনটি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হবে বলে আশা করি।

চবির সাংবাদিকতা বিভাগের সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান ছাড়াও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ যাকারিয়া ও সহকারী অধ্যাপক এ কে এম জিয়াউর রহমান খানের হাতে বিজেএসসির বিশেষ স্মরণিকা ‘স্বপ্ন’ তুলে দেন চবি বিজেএসসি সংসদের সভাপতি আতিক উল্লাহ, সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন সবুজ, সিনিয়র সহ সভাপতি মোবারক আজাদ ও কেন্দ্রীয় সহ সভাপতি প্রবীর ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।

/আরএ

Comments