চবিতে দুই দিনব্যাপী ভিন্নধর্মী বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮

নাজমুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ (সিইউডিএস) এর উদ্যোগে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভিন্নধর্মী বিতর্ক প্রতিযোগিতা উৎসব।

এ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে। শুক্রবার (৯ নভেম্বর) থেকে শুরু হয়ে দুই দিনব্যাপী চলবে এ বিতর্ক উৎসব ।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে সিইউডিএস কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু ফয়সাল।

লিখিত বক্তব্যে বলা হয়, দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে।

আগামীকাল ০৯ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

প্রথমদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ রাউন্ড বিতর্ক আয়োজন হবে। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে আরো ৪ রাউন্ড। সবশেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হবে।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

এক প্রশ্নের জবাবে ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ে সাধারণত আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক উৎসব হয়ে থাকে। কিন্তু এটি একটু আলাদা, এখানে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের স্বনামধন্য স্কুল ও কলেজের বিতার্কিক বন্ধুগণও অংশগ্রহণ করবে।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহায়তা করবে ওয়েল গ্রুপ । প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকবে  ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ ও শেয়ার বিজ পত্রিকা।

ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে থাকবে যমুনা টিভি।

/আরএ

Comments