কোরআন হাদীসের আলোকে মহিষের কোরবানি জায়েয

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮

আমাদের সমাজে কিছু আহলে হাদীস তথা গায়রে মুকাল্লিদ ভাইরা বলে থাকেন৷ মহিষের দ্বারা কোরবানি করা জায়েয নেই৷ তাদের দলিল মহিষের কথা হাদীসে উল্যেখ নেই৷ সুতরাং মহিষের কোরবানিও জায়েয নেই৷

অথচ অসংখ্য দলিল আদিল্লাহ দ্বারা প্রমানিত কোরবানির পশুর মধ্যে মহিষও অন্তরভুক্ত৷ কেননা মহিষ গরুর এক প্রকার সুতরাং মহিষের কোরবানি করাও জায়েয৷

দলিল সমুহ:
১৷ ইজমা: واجمعوا ان حكم الجواميس حكم البقر
চার ইমাম এ বিষয়ে একমত যে মহিষের হুকুম গরুর হুকুমে (কিতাবুল ইজমা লি ইবনে মনজির পৃষ্ঠা ৩)

২৷ ডিকশনারী: الجاموس ضرب من كبار البقر
মহিষ গরুরই এক প্রকার৷ (আল মুনজিদ পৃষ্ঠা ১০১)

৩৷ হযরত হাসান বসরি রহ বলেন : الجاموس بمنزلة البقر মহিষ গরুর স্থান অর্থাৎ মহিষ গরুর একই হুকুম৷ (মুসান্নাফে ইবনে আবি শাইবা ৭ম খন্ড, ৬৫ পৃষ্ঠা, ১০৮৪৮ নাম্বার)

৪৷ ইমাম মালেক বিন আনাস মাদানী রহ. বলেন: انما هي بقر كلها আসলে এই মহিষ এটাই গরু৷ (মুআত্তা ইমাম মালেক ২৯৪ পৃষ্ঠা, বাবে সদাকাত)

৫৷ অন্য জাগায় বলেন: الجواميس و البقر سواء মহিষ এবং গরু বরাবর অর্থাৎ একই প্রকার৷ (কিতাবুল আময়ালি ইবনে উবায়েদ ২খন্ড, ৩৮৫ পৃষ্ঠা, ৮১২ নাম্বার)

৬৷ ইমাম সুফিয়ান ছাওরী রহ. বলেন: تحسب الجواميس مع البقر মহিষ কে গরুর সাথে গননা করা হবে৷ (মসান্নাফে আব্দুর রাজ্জাক ৪ খন্ড, ২৩ পৃষ্ঠা)

মুফতী মুহাম্মদ আবু দারদা কাসেমী
ফাযেল: দারুল উলুম দেওবন্দ ভারত

Comments