কুবি’র স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়বৃদ্ধি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮ খোরশেদ আলম, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-‘১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোডের সময় ০৭ নভেম্বর (বুধবার) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানা যায়। বিজ্ঞপ্তি সূত্রে,২০১৮-‘১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদনকারী ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড করার সময়সীমা আগামী ০৭ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যে সকল আবেদনকারী পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারেননি, তারা বর্ধিত সময়ের মধ্যে ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য,২০১৮-‘১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ০৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টা থেকে,‘সি’ ইউনিটের পরীক্ষা ১০ নভেম্বর(শনিবার) সকাল ১০টা থেকে এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ১০ নভেম্বর(শনিবার) বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হবে। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) সাতটি বিভাগে মোট ৩৫০ টি আসনে ভর্তির জন্য আবেদন করেছে ২৬ হাজার ৯৩৯ জন,‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগে ৪৫০ টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) চারটি বিভাগে ২৪০ টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার ‘এ’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৭৭ জন ‘বি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫৪ জন এবং ‘সি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫১ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: কুবি'র স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়বৃদ্ধি