ইবিতে প্রতি আসনে লড়বে ২২ শিক্ষার্থী

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮

মোস্তাফিজ রাকিব,ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেনীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২২ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয় রেজিস্টার অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (১২ অক্টোবর ) রাত ১২টা পর্যন্ত আবেদনকারীদের টাকা জমাদানের শেষ সময় ছিল।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর এস এম আব্দুল লতিফ জানান, নির্ধারিত সময়ে এ বছর ভর্তি পরীক্ষায় ৫ টি অনুষদের অধীনে মোট ৪টি ইউনিটে মোট আবেদন ফরম জমা পড়েছে ৪৮ হাজার ৭১৯ জন শিক্ষার্থীর।

তিনি আরো জানান, ‘এ’ ইউনিটের (থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে ১৯৯৬ জন; ‘বি’ ইউনিটে (মানবিক ও সমাজ বিজ্ঞান এবং আইন ও শরিয়াহ অনুষদ) ১০৩৫টি আসনের বিপরীতে ২১,২০৮ জন; ‘সি’ ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদ) ৪৫০টি আসনের বিপরীতে আবেদন করেছে যথাক্রমে ৭১৪৭ জন, ‘ডি’ ইউনিটে (ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ) ৫৫০ আসনের বিপরীতে ১৮,৩৬৮জন, ‘শিক্ষার্থী আবেদন করেছে।এর বিপরীতে ২২৭৫ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদ ভর্তি হওয়ার সুযোগ পাবে।

প্রসঙ্গত ইবিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৪৩ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রতি আসনে ৩৮জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করে।

উল্লেখ্য আগামী ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়-সূচি প্রকাশ করা হবে। ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলবে।এছাড়া আগামী ১৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে আবেদনকারীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে বলে জানা গেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

/আরএ

Comments