অপসংস্কৃতি রোধ করতে গিয়ে তার ভিতরে ঢুকে পড়া যাবে না: মুজাহিদ বুলবুল

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

আহমাদ সাঈদ, একুশ প্রতিবেদক: অনলাইন রেডিও চ্যানেল রেডিও টোয়েন্টিফোর ডটকম’র সাপ্তাহিক আয়োজন ‘আড্ডা হবে গান কবিতায়’ অনুষ্ঠানে এবারের অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় সংগীত শিল্পী সিলেটের কবি মুজাহিদ বুলবুল।

আজকের আড্ডায় আরো অতিথি হয়েছেন রকমারি ডটকম’র ইসলাম ইসলাম বিভাগের উপদেষ্টা আসাদুল্লাহ তানজিল। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরজে সালমান আব্দুল্লাহ।

আড্ডা আলোচনায় সংগীত শিল্পী ও কবি ‍মুজাহিদ বুলবুল বলেন, ইসলামিক গানের শিল্পীদের মধ্যে বর্তমানে যেই প্রবণতা দেখা দিচ্ছে তা আশঙ্কাজনক। তিনি বলেন, অপসংস্কৃতি প্রতিরোধ করতে গিয়ে তার ভিতরে ঢুকে পড়া যাবে না।

কথা প্রসঙ্গে আসাদুল্লাহ তানজিল বলেন, অসুস্থকে সুস্থ্য করতে গিয়ে নিজে অসুস্থ হলে চলবে না। নিজেকে সুস্থ্য রেখেই তবে অন্যকে সুস্থ্য করার চেষ্টা করতে হবে।

এসময় দুজনেই সুর মিলিয়ে বলেন, বর্তমানে গানের সাথে ভিডিও নির্মাণের যে সংস্কৃতি গড়ে উঠেছে সেখানে আরো সচেতনতা প্রয়োজন।

অনুষ্ঠানটির স্পন্সর ছিলো ক্রাফট মিডিয়া একাডেমি, মিডিয়া পার্টনার ছিলো একুশনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে আরো ছিলো, আওয়ার নিউজ, আওয়ার ইসলাম,ইসলামিক বার্তা ডটকম।

অনুষ্ঠানটি রেডিও টাচের ওয়েবসাইট www.radiotouch24.com এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

/আরএ

Comments