যুব সমাজে অনৈতিকতা বৃদ্ধি উদ্বেগজনক: কে এম আতিকুর রহমান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯ স্টাফ রিপোর্টার, একুশ নিউজ: ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেছেন, বিগত নির্বাচনের পর প্রতিদিন সংবাদ মাধ্যমে মাদকাসক্ত যুবক বা ধর্ষণের খবর ছাপা হচ্ছে। যুব সমাজ অনৈতিক কাজে আরো বেশি জড়িয়ে পরছে। এটা যেমন সামাজিক অবক্ষয়ের কারণ, তেমনি দেশের জন্যও ভয়ঙ্কর। তিনি বলেন, যুব সমাজের অনৈতিক কাজে লিপ্ত হওয়া উদ্বেগজনক। এথেকে মুক্তি পেতে হলে আদর্শ যুব সমাজ গঠন করতে হবে। যুব সমাজ আদর্শিক হলে দেশ ও জাতি শান্তিতে বসবাস করতে পারবে। গতকাল ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত নবাগত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উত্তর সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম নাঈম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, নগর নেতা মাওলানা আলী হুসাইন, মুহাম্মাদ শফিকুল ইসলাম, প্রকৌশলী মুরাদ হোসেন, মুক্তাদির হুসাইন মারুফ, মুফতি আবু তালহা, রাশেদ বিন মুঈন, হাফিজুল ইসলাম ফয়েজ, জহিরুল ইসলাম প্রমুখ। মাওলানা ইমতিয়াজ আলম বলেন, পশ্চিমা শাসন ব্যবস্থা পৃথিবীতে কোথাও শান্তি দিতে পারেনি। সারা বিশ্বে দুর্নীতি, সন্ত্রাসী, মাদকাসক্ত, ধর্ষণ ও চাঁদাবাজী ব্যাপকহারে বেড়ে চলছে। গণতন্ত্রের নামে অশান্তি দিন দিন বেড়েই চলছে। এর থেকে মুক্তি পেতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, দেশ প্রেমিক সচেতন যুবক হিসেবে সবার উচিৎ যুব আন্দোলনের দাওয়াত প্রত্যেকের কানে পৌঁছে দেয়া। এ লক্ষ্যে প্রতিটি দায়িত্বশীলদের আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। /এমএম Comments SHARES সংগঠন বিষয়: