ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তিতুমীর কলেজে ছাত্র আন্দোলনের মানববন্ধন

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

ক্যাম্পাস প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তিতুমীর কলেজে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কলেজ শাখা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিতুমীর কলেজ শাখা ছাত্র আন্দোলন এ মানববন্ধন করে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি কেএম জাহিদ তিতুমীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএম শফিকুল ইসলাম বাহারের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৮ সালে দক্ষিণ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এ কলেজটি প্রতিষ্ঠা হয়।

কলেজে সর্বশেষ ১৯৯৬ সালে ছাত্র সংসদ নির্বচন অনুষ্ঠিত হয়। এরপর আর হয়নি। নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কলেজে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার কেউ নেই। ৬০০০০ হাজারের বেশি শিক্ষার্থী থাকলেও ছাত্র হল মাত্র একটি আর ছাত্রী হল মাত্র দুইটি। এছাড়াও কলেজে পর্যাপ্ত পরিমাণ বাসের ব্যবস্থাও নেই। সুতরাং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে বলে দাবি জানায় ব্ক্তারা।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য তিতুমীর কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মুনতাছির আহমাদ। তিনি বলেন, কলেজে কোনো ক্যান্টিন নেই। দুপুরে ছাত্রছাত্রীদের রাস্তার ধারের ধুলা যুক্ত খাবার খেতে হয়। কলেজে ছাত্রদের অধিকার নিয়ে কথাবলার কেউ নেই। সুতরাং অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে অন্যথায় ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।

এসময় উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি তিতুমীর কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ সুলতান মাহমুদ, তিতুমীর কলেজের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক ও কলেজ শাখার অন্যন্য নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

/আরএ

Comments