কুবিতে টিআইবির ক্যাম্পেইন

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

খোরশেদ আলম, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নাগরিক সক্ষমতা বৃদ্ধি শীর্ষক ক্যাম্পেইন আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ক্যাম্পেইন আয়োজিত হয়। ক্যাম্পেইনটির প্রতিপাদ্য বিষয়- তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো।

তথ্য অধিকার আইন-২০০৯ নিশ্চিত করতে এ আয়োজনের সহযোগিতায় ছিলেন টিআইবির সহযোগি সংগঠন ইয়ুথ এ্যাংগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা।

সনাক সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের; শিক্ষক সমিতির সভাপতি মো. শামিমুল ইসলাম; প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দীনসহ টিআইবির কার্যক্রম পরিচালনাকারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, তরুণ সমাজের অপার সম্ভাবনা নষ্ট করে দেয় দুর্নীতি। দুর্নীতিকে যারা নীতি মনে করে, তারা টিকে থাকে না। দুর্নীতি ক্যান্সারের মতো সামাজিক ব্যাধি। এটি নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের ভুগতে।

ক্যাম্পেইনে তথ্য অধিকার আইনের প্রয়োগ এবং দিকনির্দেশনামূলক মুক্ত আলোচনা হয়। এতে তথ্য অধিকারের নানান দিক উঠে আসে।

বক্তারা বলেন, সব আইনই জনগনের উপর প্রয়োগ হয়। কিন্তু জনগন প্রশাসনকে প্রয়োগ করতে পারে এমন একটি আইন হলো তথ্য অধিকার আইন, জবাবদিহিতার জায়গা থেকে সবার এ অধিকার প্রয়োগের ক্ষমতা আছে।

/আরএ

Comments