স্বাধীনতা দিবসে বিনামূল্যে রক্ত পরীক্ষা করল ‘স্বপ্নীল’

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নীল’ এর উদ্যোগে বিনামূল্যে রক্ত পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে পূর্বাচল তিন নাম্বার সেক্টরে রক্ত পরিক্ষা কর্মসূচীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে বেলা ২.৩০ পর্যন্ত চলে। মেম্বার জনাব মো. মোর্শেদ আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় আশেপাশের এলাকার প্রায় ৩০০ লোক বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করান।

স্বপ্নীল এর প্রতিষ্ঠাতা সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র জহিরুল ইসলাম সুমন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম, আরিফ মিয়া ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন। বক্তারা স্বপ্নীল এর কর্মসূচিকে স্বাগত জানান এবং সবাই স্বপ্নীল কে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, স্বপ্নীল যেহেতু একটি সামাজিক সংগঠন তাই সমাজের কিছু মারাত্মক সমস্যার বিরুদ্ধে তাদের অবস্থান নেয়া দরকার।

/আইকে

Comments