সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবী

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

রেদওয়ানুল ফেরদৌস রনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ২৫ ফেব্র“য়ারী বেলা ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংগঠনের জজকোর্ট শাখার আহবায়ক, অতিঃ পিপি এ্যাডঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ্যাডঃ কাজী আব্দুল্লাহ আল হাবিব এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এ্যাডঃ মোঃ আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এ্যাডঃ আ,ক,ম, রেজওয়ান উল্লাহ সবুজ। বক্তব্য রাখেন আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ মোঃ আব্দুল জলিল, বিজ্ঞ জিপি এ্যাডঃ সরকার জামিনি কান্ত, এ্যাডঃ বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, এ্যাডঃ এ,বি,এম, সেলিম, এ্যাডঃ মোস্তফা জামান, এ্যাডঃ মোশাররফ হোসেন সিদ্দিকী, এ্যাডঃ আশরাফুল আলম বাবু, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, এ্যাডঃ হুমায়ুন কবির, এ্যাডঃ অসীম মন্ডল, এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, হায়দার আলী শান্ত, অধ্যাপক ইদ্রিস আলী, এ্যাডঃ বি,ডি, জামান, এ্যাডঃ তোহা কামাল উদ্দিন, বিমল কৃষ্ণ সরকার, মোঃ জাকির হোসেন, এ্যাডঃ আব্দুল জলিল (৩), এ্যাডঃ আমিনুল ইসলাম, মোঃ বাবলুর রহমান, মোঃ জুলফিকার আলী, মোঃ খয়বার আলী, শাহিদা খাতুন, মেহেরা বানু, এ্যাডঃ সাহাদাৎ হোসেন(৩), এ্যাডঃ তাসিন বাবু, মোঃ হাফিজুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষার জন্য সবচেয়ে বেশি প্রান গেছে আমাদের দেশে। তিনি আরো বলেন, সাতক্ষীরা সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবী আমাদের প্রাণের দাবী। আমরা এই দাবী বাস্তবায়নের লক্ষ্যে দল মত নির্বিশেষে সাতক্ষীরা বাসীর সার্বিক সহযোগীতা কামনা করি।

Comments