স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগে বির্তক প্রতিযোগিতা

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

সুবর্ণ আসসাইফ: ‘যুক্তিতে পাই মুক্তির পথ, যুক্তির আলোয় উদ্ভাসিত হই’ স্লোগানকে সামনে রেখে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আইন বিভাগে অনুষ্ঠিত হয়েছে  ‘৩য় আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ২০১৯’।

রবিবার ( ১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় স্পিকার ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং সোসাইটির সভাপতি এইচ.এম. নজরুল ইসলাম সুজন। চূড়ান্ত পর্বে ২৫,২৬,২৮ ব্যাচের যৌথদলকে পরাজিত করে চ্যাাম্পিয়ন হয় ২৮ তম ব্যাচের এককদল।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের জেষ্ঠ্য শিক্ষক ও অবসরপ্রাপ্ত জেলা জজ জনাব আসগর আলী, ব্যারিস্টার মারুফ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী আনিস।

চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য জনাব সাইদ সালাম, বাংলাদেশের অন্যতম স্থপতি প্রফেসর সামসুল ওয়ারেস, আইন বিভাগের বিভাগীয় প্রধান জিনাত আমিন, ল ডিবেটিং সোসাইটির মডারেটর ও আইন বিভাগের শিক্ষক নাজিয়া রহমানসহ আইন বিভাগের অন্যান্য সকল শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন ল ডিবেটিং সোসাইটির হেড অব ডিবেট নাজমুন নাহার। এসময় আমন্ত্রতিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।

/আরএ

Comments