রাতে ঘুমানোর পূর্বে কিছু নির্দেশনা ও ফজিলত পূর্ণ আমল

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯

মাওলানা ইমরান হোসাইন বাবলু:

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে রয়েছে জীবনের সকল ক্ষেত্রের সঠিক নির্দেশনা। প্রত্যেক প্রাণীর জীবনাচারের সঠিক নির্দেশনা কেবল ইসলামেই রয়েছে।

মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে জীবন চালাবে; চলা-ফেরা, কথা-বার্তা, আচার-আচরণ, নাওয়া, খাওয়া ঘুম। সার্বিক বিষয়ে রয়েছে ইসলামে পূর্ণ দিক নির্দেশনা।

আজকে আমরা জানাবো রাতে ঘুমানোর পূর্বে ইসলাম আমাদের কী নির্দেশনা দিয়েছে এবং কিছু আমলী ফজিলতের কথা।

  • কিছু নির্দেশনা:
  • অযু করে ঘুমাতে হবে।
    ডান কাত হয়ে ঘুমাতে হবে।
    ঘুমানোর পূর্বেই এশারের নামাজ পড়তে হবে।
    ঘুমানোর দোয়া পড়তে হবে।
  • কিছু ফজিলতপূর্ণ আমল:
  • কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু।
    দরুদ শরীফ পড়ে ঘুমালে এই দরুদ শরীফ হবে সুপারিশকারক।
    ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারারাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে।
    আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারারাত পাহারা দিবে।
    ২১ বার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাস এর জন্য নেকি লেখা হবে।

এছাড়াও আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাই’য়ুল কাই’য়ুমু ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটি ৩ বার পড়ে ঘুমালে সে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠবে।

আল্লাহ রাব্বুল আ’লামীন সবাইকে উক্ত দোয়া গুলো পড়ার তাওফিক দান করুক। আমিন।

/আরএ

Comments