মরণব্যাধি GBS ভাইরাসে আক্রান্ত জবি শিক্ষার্থী ইমু; জীবন বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০১৯

জবি প্রতিনিধি: GBS ভাইরাসে আক্রান্ত হয়ে ICU তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নোয়াখালীর সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে’র সমাজবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী শাহানা আক্তার (ইমু)।

GBS ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে ইমু’র। বর্তমানে ঢাকা মেডিকেলের ICU তে ভর্তি আছে। স্বাভাবিকভাবেই জীবন-যাপন করছিলো ইমু। হঠাৎ করেই গত চৌঠা মার্চ সোমবার রাতে জ্ঞান হারিয়ে ফেলে এবং সমস্ত শরীর প্যারালাইজড হয়ে যায়।

অজ্ঞান অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইমুকে ICU তে ভর্তি করার নির্দেশ দেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তার শরীরে GBS নামক ভাইরাসে আক্রান্ত হয়ে হাত পা প্যারালাইজড করে দিয়েছে। এক সপ্তাহের মধ্যে সেটি শরীরের ভিতরে প্রবেশ করে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে পারে। তার আগেই চিকিৎসা করতে হবে নতুবা তার মৃত্যু অনিবার্য।

তার শরীরের ভাইরাস সংক্রামণ বন্ধ করার জন্য তাৎক্ষণিক GBS ভাইরাসের প্রতিষেধক দেয়া জরুরী প্রয়োজন। এই মূহুর্তে তাৎক্ষনিকভাবে ইনজেকশন দেয়ার জন্য প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার প্রয়োজন। তাৎক্ষনিকভাবে ইনজেকশনটির ব্যবস্থা করা না গেলে তাকে বাঁচানো সম্ভব নয়।

তার পরিবারের পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়। সময়ও খুব কম। ইমুর বন্ধুমহল বলছে, আমরা সকলেই চাই ইমু আবার আমাদের মাঝে ফিরে আসুক। সেজন্য সকলের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানাচ্ছি।

সাহায্য পাঠানোর জন্য:
01781954537 (Bkash)
016865642826 (Rocket)
Premier bank Gulshan circle-2 Al-Amin Enterprise A/c: 149-111-00000179

/আরএ

Comments