পবিত্র কোরআন শরীফের পাতা ছিড়ে চরম অবমাননা, সিফাতুল্লাহর বিরদ্ধে নিন্দার ঝড়

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯
পবিত্র কোরআন শরীফের পাতা ছিড়ে দেখাচ্ছে সেফাত উল্লাহ

এবার পবিত্র কোরআন শরীফ অবমাননা করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে উদ্ভট আলোচনা-সমালোচনা করে পরিচিতি পাওয়া সেফাত উল্লাহ সেফুদা।

ফেসবুক লাইভে এসে সেফাত উল্লাহ পবিত্র কোরআন শরীফের বেশ কিছু পাতা ছিড়ে আর গালাগাল করতে থাকে। ছেড়া পাতাগুলো বাথরুমের কমোডে ফেলে দেখা যায় তাকে।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অভিনেত্রী সাফা কবিরের ‘আমি পরকালে বিশ্বাসী নই’ মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হলে তার প্রতিবাদে সাফা কবিরের সমর্থনে সেফাত উল্লাহ এমন কাণ্ড ঘটান। যদিও সাফা কবির তার ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

দীর্ঘ আধা ঘন্টারে ফেসবুক লাইভের ১৪ মিনিট থেকে সাফা কবিরের প্রসঙ্গ টেনে বিভিন্নজনকে টেনে অশ্লীল গালাগালি এবং কাটক্ষ করছিলেন। সেফাতুল্লাহ এসময় নুসরাত হত্যাকাণ্ড প্রসঙ্গে তার বাবা-মাকে গালাগাল করে। প্রধানমন্ত্রীর সঙ্গে বোরকা পড়ে সাক্ষাত করায় নুসরাতের মাকে নিয়ে অশ্লীল গালি দেয় সেফু।

এসময় সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করেও গালিগালাজ করে। এমনকি বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকেও গালিগালাজ করে। প্রধানমন্ত্রী এবং  শেখ মুজিবুর রহমানকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় সে।

নুসরাতের ভাইকে ব্যাংকে চাকরী দেওয়া প্রসঙ্গে তাকে কিনে নেওয়া হয়েছে অভিযোগ করে তাকেও গালাগাল করে সেফাত উল্লাহ।

পবিত্র কোরআন শরীফের পাতা ছিড়েই ক্ষ্যান্ত হয়নি সেফাত উল্লাহ। পা দিয়ে মাড়িয়েছে এমনকি জুতা দিয়ে পবিত্র কোরআন শরীফের গায়ে আঘাত করেছে। এমনকি বিশ্বনবী মুহাম্মদ সা. এর কবর নিয়েও সে বিরুপ মন্তব্য করে।

ফেসবুকে সেফাত উল্লাহর এমন ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তুমুল সমালোচনা শুরু হয়।

/আরএ

Comments