অস্ট্রেলিয়ার রাজ্য নির্বাচনে বাংলাদেশের সাবরিন ফারুকি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯ ডেস্ক: আগমী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার সিডনিতে রাজ্য নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশের নারী সাবরিন ফারুকি। সাবরিক ফারুকি পড়াশুনা করেছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। সিডনির পরিচিত নাম সাবরিন ফারুকি। প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি দেশটির রাজ্য নির্বাচনের উচ্চকক্ষে অংশ নিচ্ছেন। অস্ট্রেলিয়ান লেবার পার্টি থেকে তিনি মনোনয়ন পেয়েছেন। অস্ট্রেলিয়ান গণমাধ্যম এইউএস বুলেটিন এ খবর জানিয়েছে। সাবরিন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ২০০৪ সালে সিডনিতে যান। মাস্টার্স শেষ করেন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে। এরপর ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডিও করেন। সাবরিন দেশটির ফেয়ার ওয়ার্ক কমিশনের উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন। পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণ সংস্থা ও বাঙালি কমিউনিটি সংগঠনের সঙ্গেও কাজ করে যাচ্ছেন। সাবরিনের স্বামী খুরশিদ রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের আট বছর বয়সী একটি ছেলে রয়েছে। সাবরিন ফারুকির জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। মা মোমতাজ বেগম ও বাবা সরদার এম এ কুদ্দুসের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট সাবরিন। তিনি অস্ট্রেলিয়ান লেবার পার্টিতে যোগ দেন ২০১৫ সালে। শরণার্থীদের কর্মসংস্থান তৈরি করার কাজ করছেন দীর্ঘদিন ধরে। সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের জন্যও কিছু সংগঠনে কাজ করেন সাবরিন ফারুকি। ‘বাংলা হাব’ নামের একটি সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে তাকে প্রায়ই দেখা যায়। /আরএ Comments SHARES প্রবাস বিষয়: