দীর্ঘ ছুটি পাচ্ছে রাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মে ৪, ২০১৯

উমর ফারুক, রাবি: পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ৪৭ দিনের ছুটি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। আগামী ৮ মে বুধবার থেকে ছুটি শুরু হয়ে চলবে ২৩ জুন পর্যন্ত।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

প্রভাষ কুমার কর্মকার বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে যে ছুটি দেয়া আছে সেটি বহাল আছে। ছুটি পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

আগামী ২৪ জুন সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে যথারীতি ক্লাস-পরীক্ষা  শুরু হবে বলেও তিনি জানান ।

এদিকে দীর্ঘ ছুটিতে আবাসিক হলসমূহ খোলা থাকবে কি-না জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম জানান, এখনো প্রাধ্যক্ষ পরিষদের মিটিং হয়নি। মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

/আরএ

Comments