আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীনে ইবি উপাচার্য নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯ মুরতুজা হাসান নাহিদ,ইবি প্রতিনিধি: চীনের বেইজিংয়ে ‘এশিয়ান সভ্যতা’ নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গতকাল সোমবার চীনে পৌঁছেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী)। গতকাল (১৩ মে) দুপুরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট, উপাচার্যকে নিয়ে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সেখানে উপাচার্য ‘মিউচুয়াল লার্নিং এমং এশিয়ান সিভিলাইজেশন অ্যান্ড বিল্ডিং এ কমিউনিটি উইথ শেয়ারড ফিউচার ফর ম্যানকাইন্ড’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করবেন এবং এর ওপর একটি প্রবন্ধ পাঠ করবেন। আগামী ১৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে। বেইজিংয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘আমি এই বেইজিং ইভেন্ট এবং চীনের জনগণের ‘এক বিশ্ব এক সম্প্রদায়’ গঠনের উদার মনোভাবের প্রশংসা করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একটি বৃহত্তর আঞ্চলিক যোগাযোগের গুরুত্বের ওপর বিশ্বাস করেন- যা মানবজাতির যৌথ ও উন্নত ভবিষ্যতের জন্য বিশ্বব্যাপী এক মানবসম্প্রদায় গড়ে তোলার কার্যকর উপায় হতে পারে।’ উল্লেখ্য, উপাচার্যের অনুপস্থিতিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। এমএম/ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: ইবি উপাচার্য