রোযাদারদের জন্য পাঁচটি পুরস্কার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৯ মোহাম্মদ ইমরান হুসাইন: হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, রমযান মাসে আমার উম্মতকে এমন পাঁচটি জিনিষ দেওয়া হয়েছে অন্য কোন উম্মতকে দেওয়া হয়নি। ১. রোযাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের চেয়েও অধিক সুহন্ধ। ২.সমুদ্রের মাছও রোযাদারের জন্যে ইফতার পযন্ত দোয়া করতে থাকে। ৩. রোযাদারের জন্য প্রতিদিন বেহেশত সাজানো হয়, তার পর আল্লাহ তায়ালা বেহেশতকে বলেন,আমার নেককার বান্দাগন শিঘ্রই দুনিয়ার দুঃখ কষ্ট দূরে নিক্ষেপ করে তোমার মাঝে চলে আসবে। ৪. রমযান মাসে উশৃঙ্খল শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় ফলে তারা ঐ সব গুনাহ করাতে পারে না যে সব গুনাহ অন্য মাসে করতে পারতো। ৫. রমযানের শেষ রাতে রোযাদারদের গুনাহ মাফ হয়ে যায়। তখন ছাহাবা কেরাম আরয করলেন, এই গুনাহ মাফ কি শবে ক্বদরের রাতে হয়ে থাকে? রাসুল সাঃ বললেন, না, বরয শ্রমিক কাজ করার শেষ করার পরেই মুজুরী পেয়ে থাকে।- মুসনদে আহমাদ ও বায়হাক্বী আল্লাহ তায়ালা আমাদের জীবনের সমস্ত গোনাহ মাফ করে দিন এবং কোরআন হাদিসের কথা মত জীবন চলাতে পারি এই তৌফিক দান করুন আমিন রোযা গুলি সহী মত রাখতে পারি এজেড/ Comments SHARES Uncategorized বিষয়: রোযাদার