রামপাল পল্লী বিদ্যুৎ কর্মীদের ওপর গ্রাহকের হামলা, আহত ৬

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে বিদ্যুতের বকেয়া বিল আদায়ের প্রক্কালে গ্রাহকের হামলায় পল্লী বিদ্যুতের ৫ কর্মচারী আহত হয়েছে। আহতরা হলেন- পল্লীবিদ্যুত এর ওয়্যারিং ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান
(৩৩), অফিস স্টাফ বেল্লাল শেখ(৩৩),আব্দুর রহিম(২২),দেবব্রত মল্লিক (২২),শেখ মোঃ তায়েজ (৩৫), নাজমুল হোসেন(৩৭)। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

পল্লীবিদ্যুত এর রামপাল মোংলা জোন এর এজিএম অজ্ঞন কুমার সরকার জানান, বাইনতলা ইউনিয়নের তেলীখালী গ্রামের শফীউদ্দিন এর পুত্র মিজানুর রহমানের ৪ মাসের বিদ্যুত বিল বকেয়া থাকায় তা আদায়ের জন্য মঙ্গলবার বিকাল ৩ টায় ওই গ্রাহকের বাড়িতে বিদ্যুত বিচ্ছিন্নকরন অভিযান পরিচালনা করি।

এ সময় মিজানুর রহমান, মেহেদী (২৭),সাহেদী (২৫),মোল্লা রাসেল(২৫),আবু সাইদ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং কর্মীদের আটক করে রাখে।

খবর পেয়ে পল্লী বিদ্যুতের অফিসের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে পৌছে আটককৃত কর্মীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা অশংকাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছিলো।

এমএম/

Comments