পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন! নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮ একুশ নিউজ: প্রাথমিক শিক্ষা সমাপনী স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবার চমক দেখিয়েছে ক্ষুদে শিক্ষার্থীরা। পিএসসিতে ক্ষুদে শিক্ষার্থীদের পাসের হার ৯৭.৫৯ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছ ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন শিক্ষার্থী। অন্যদিকে জিপিএ-৫এ পিছিয়ে থাকলেও পাসের হারে এগিয়ে পিইসি। পিইসিতে (ইবতেদায়ি) এবার পাসের হার ৯৭.৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২৬৪। শিক্ষর্থী। সোমবার সকাল ১০টার পর গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের এই সারসংক্ষেপ তুলে ধরেন। গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। আজ প্রাথমিক ও জুনিয়র পরীক্ষার ফল প্রকাশ; যেভাবে জানা যাবে /এসএস Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: