পঞ্চগড়ে `হটাও ড্রেজার বাঁচাও পঞ্চগড়’ শীর্ষক মানববন্ধনের ডাক

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে অবৈধ ড্রিল ড্রেজার মেশিন যখন কোনো কারণে বন্ধ হচ্ছে না কিছু কুচক্রি মহলের কারণে তখন পঞ্চগড়ে পরিবেশ আন্দোল এর প্রথম কর্মসূচির ডাক দেয়া হলো।

পঞ্চগড়ের পরিবেশ বাচাতে আগামির প্রজন্মকে রক্ষায়, মা মাটি মানুষের প্রাণের দাবী ড্রেজার মুক্ত পঞ্চগড়ের দাবীতে আসছে আগামি ৩১ মার্চ, বিকেল ৩ টায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে তেতুলিয়া- পঞ্চগড় মহাসড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধনের আয়েজন করা হবে।

সোমবার দুপুরে পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের অস্থায়ী কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পঞ্চগড়ের পরিবেশ রক্ষায় জেলার সকল স্তরের জনসাধারনকে উপস্থিত থাকার জন্য আহবান করা জানানো হয়েছে।

পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের পক্ষে আহবায়ক এ্যাডভোকেট মোঃ আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম এই আহবান জানান।

বিআইজে/

Comments