নোবিপ্রবি সমাবর্তনে যোগ দিতে নোয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

একুশ সংবাদ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আজ রোববার নোয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরইমধ্যে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ২ হাজার ২শ’ ৬৩ জনকে স্নাতক ডিগ্রি এবং ৪শ’ ৪৫ জনকে স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হবে। ২শ’ ১৮ জনকে দেয়া হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি।

সমাবর্তনে শিক্ষার্থীদের ১০টি স্বর্ণপদক দেওয়া হবে। এর মধ্যে স্নাতক পর্যায়ের ছয়জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও স্নাতকোত্তর চারজনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হবে।

রোববার বেলা সাড়ে ১২টা থেকে নিবন্ধিত গ্র্যাজুয়েটরা প্যান্ডেলে আসন গ্রহণ করবেন। বিকাল ৩টায় শোভাযাত্রসহ রাষ্ট্রপতি আগমন করবেন।

এরপর শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এরপর বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক কর্মকান্ডের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পরে রাষ্ট্রপতি ও আচার্য কৃতি গ্র্যাজুয়েটদের স্বর্ণপদক প্রদান করবেন।

বিকাল ৩টা ৫০ মিনিটে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

/আরএ

Comments