মরক্কো সুন্দরী জাইনাবকে বিয়ে করলেন চিত্র নায়ক রুবেল পুত্র নিলয় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯ বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন চিত্রনায়ক রুবেলের ছেলে নিলয় পারভেজ। পাত্রী মরক্কোর সুন্দরী জাইনাব আইতোখাই। গতকাল ঢাকায় বিয়ে সম্পন্ন হলেও চলতি বছরের শুরুতে মরক্কোয় আঙটি বদল সম্পন্ন হয়। যেখানে চিত্রনায়ক রুবেল নিজেও উপস্থিত ছিলেন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে চিত্রনায়ক রুবেল নিলয়ের বিয়ে শিরোনামে দুটি ছবি শেয়ার করেন। ছবিতে নিলয় ও কনে জাইনাবকে স্বজনদের সাথে দেখা যায়। এরকিছুক্ষণ পরেই রুবেল একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে রুবেলসহ পরিবারের অনেক সদস্য নাচছেন। ভিডিওটির ক্যাপশনে রুবেল নিজেই লিখেছেন ‘নিলয়ের বিয়েতে মাস্তি’। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছেলের গায়ে হলুদের ছবিও পোস্ট করেছিলেন রুবেল। মাসুম পারভেজ রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নীলয় পারভেজ নীলয়। রাজধানীর লেডিস ক্লাবে বাঙালি রীতিতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় কণ্ঠ শিল্পী এসআই টুটুল, অভিনেত্রী তানিয়াসহ আত্মীয় স্বজনরা। গতকাল বৃহস্পতিবার বিয়ে সম্পন্ন হয়। রুবেল অতিথিদের মনোরঞ্জন করতে কার্পণ্য করেননি একটুও, সবাইকে হাসি মুখে অভ্যর্থনা হতে শুরু করে খাবার তদারকি আবার স্টেজের অনুষ্ঠান পরিচালনাসহ নিজে পারফর্ম করা সব কিছুই ছিল তার আগত অতিথিদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে /আরএ Comments SHARES বিনোদন বিষয়: