‘আদর্শ জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে’

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

ইউসুফ পিয়াস: ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে হাইয়াতুল উলয়া,বেফাক, এইচ,এস,সি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত৷

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানী পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে হাইয়াতুল উলয়া,বেফাক, এইচ,এস,সি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ১৯” অনুষ্ঠিত হয়৷

সভাপতি মাহদী হাসানের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাহবুবুর রহমান৷

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে আজ সংকটময় পরিস্থিতি বিরাজ করছে৷ মেধাবীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আর মুর্খরা ক্ষমতার দাপটে দেশের গুরত্বপূর্ণ অবস্থান গুলো দখল করে আছে৷ ফলে দেশ গভীরভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে৷ দেশ এবং জাতির কল্যাণে দেশের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে৷ এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে আদর্শবান হিসাবে গড়ে উঠতে হবে৷ আর আদর্শ শিক্ষার্থী হিসাবে নিজেকে গড়ে তুলতে সকলকে ইশা ছাত্র আন্দেলনের পতাকাতলে আশার আহবান জানান তিনি৷

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুহা. মুস্তাকিম বিল্লাহ ৷ তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নববী আদর্শে উজ্জীবিত হওয়ার আহবান জানান৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম৷

উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সহ নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠানে নগর পূর্বের শতাদিক শিক্ষার্থীকে সংবর্ধণা দেওয়া হয়৷

Comments