ইবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯ ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ২০১৯ পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে আজ (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রাশিদ আসাকারী এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এসময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। একই সময়ে অনুরুপভাবে হলসমূহে পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হল প্রভোস্ট। পতাকা উত্তোলন শেষে জাতির পিতার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দু’আ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯.৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের সমন্বয়ে এক শোকর্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর্যালে শেষ হয়। সকাল ১০ টায় “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর্যালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রাশিদ আসকারী। এ সময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। বিশ^বিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ইবি শাখা ছাত্রলীগের পক্ষে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতা কর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে সর্বস্তরের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিকে বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তির উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া’র আয়োজন করা হয়। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: