কুবিতে মুকুল ও বিডিএসসির উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

খোরশেদ আলম, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন মুকুল এবং বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের (বিডিএসসি) যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শীর্ষক ক্যাম্পেইন অায়োজিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধনমোড়া গ্রামে এই সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কুবি বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।


এ সময় উপস্থিত ছিলেন মুকুলের সাধারণ সম্পাদক সিয়াম চৌধুরী, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল কুবি শাখার সভাপতি মেহেদী হাসান একান্ত, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরশাদুল ইসলাম সৌরভ, মেহেনীগার আলম।

ক্যাম্পেইনে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। ডেঙ্গুবাহী এডিস মশার সৃষ্টি ব্যাহত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার দিক-নির্দেশনা দেন সংগঠনের সদস্যরা। একইসাথে বিনামূল্যে শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় করেন তাঁরা।

ক্যাম্পেইনটির সার্বিক সহযোগিতায় ছিল জাগরণ ফাউন্ডেশন।

 

Comments