ইবিতে ছাত্রলীগের শোক সভা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯ ইবি প্রতিনিধি : শোকবহ আগস্ট মাস বাঙালি জাতির জীবনে দুঃখ, বেদনার মাস। এই মাসের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে গভীরভাবে স্মরণ করার লক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগষ্ট) বিকাল ৬ টায় বঙ্গবন্ধু হলের টিভি রুমে এ শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, কোনো বাঙ্গালী নিজেকে বাঙ্গালী হিসেবে দাবী করতে পারে না, যদি না জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মগাথা না জানে এটা তার রাজনৈতিক অপরাধ। তিনি বলেন, এই মহান মানুষটিকে যে অবহেলায় সৎকার করা হলো তাকে দাফন করা হলো বাংলাদেশের প্রান্তিক জনপদে কারন খুনীরা বুঝেছিলো এই মানুষটিকে হয়তো কিছুদিনের জন্য চাপা রাখা যাবে না। বঙ্গবন্ধুকে ২১ বছর নিষিদ্ধ করে রাখা হয়েছিলো কিন্তু আমরা জানি সকল মানুষকে কিছু সময়ের জন্য কিংবা কিছু মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় কিন্তু সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না তাই জাতীর পিতার রক্তের দাবীদার জননেত্রী শেখ হাসিনা ২১ বছর পর বাঙ্গালীর ম্যান্ডেট নিয়ে হাজির হয়েছেন ৪বার ক্ষমতায় এসে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কালো আইন বাতিল করে জাতির পিতার অধিকাংশ খুনীদের বিচার করেছেন দন্ড কার্যকর করা হয়েছে। বিশ্বের যেকোন প্রান্তে থেকে তাদের খুঁজে এনে বিচার কার্যকর করা হবে। আমরা গভীর ভাবে বিশ্বাস করি জাতীর পিতার যে খুনীরা বিদেশে পালিয়ে আছে অতিদ্রুত তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোয়ার্দ্দার। ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সালেহ শামীম শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সাদ্দাম হোসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান সাগর, ছাত্রলীগ কর্মী আব্দুর রহমান, রাকিব হোসেন, রিজওয়ান উল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, হ্যাভেন, জাকির, শামীমসহ কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ। এ বিষয়ে শোক সভায় ইবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট নির্মমভাবে হত্যার শিকার হওয়া তার পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। সেদিন ১৮টি বুলেটে বিদ্ধ হয়েছে একটি বুক যে বুক সারাজীবন আগলে রেখেছে বাঙ্গালী জাতিকে। সে লাশ বহন করার ক্ষমতা বাঙ্গালী জাতির নেই। এসময় তিনি ১৫ ই আগস্টের সকল খুনী এবং এর সাথে যারা জড়িত তাদের সবার বিচার দাবি করেন।সেই সাথে ১৫ই আগস্টের নেপথ্যে থাকা খুনি মেজর জিয়ার মরণোত্তর ফাঁসি দাবী করেন Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: