ইসলামী বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেনের যাত্রা শুরু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯ মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি : পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাসকে আরো সৌন্দর্যবর্ধন করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৈরি করা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে এই গার্ডেনের উদ্বোধন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাকারিয়া রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিচুর রহমান, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সালেহ শামীম ও ছাত্রলীগ কর্মী হ্যাভেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী রাশিদুজ্জামান খাঁন টুটুল বলেন, বোটানিক্যাল গার্ডেনে আজ পঁচাশি রকমের গাছ লাগনো হবে। পরবর্তীতে গোটা ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধনের জন্য আরো ১০হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, আমার অনুপ্রেরণার প্রধান উৎস জননেত্রী শেখ হাসিনা, দায়িত্ব গ্রহণের পর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা নানারকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছি। এই বোটানিক্যাল গার্ডেনের মাধ্যমে ক্যাম্পাসকে আমরা সবুজ ক্যাম্পাস হিসেবে গড়তে চাই। আমরা অফ ক্যাম্পাসকে নিরোৎসাহিত করে অন সবুজ ক্যাম্পাসের প্রতি বেশিক্ষণ থাকার প্রতি আকৃষ্ট করছি। আর এখানে বোটানিক্যাল গার্ডেনের মাধ্যমে বৈশিক উষ্ণায়ন ও জলবায়ু পুনরুদ্ধারের জন্য এবং বিভিন্ন নাম না জানা ফলজ ও ঔষধি গাছের সাথে শিক্ষার্থীদের পরিচয় করে শিক্ষা দিতে চাই। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: ইসলামী বিশ্ববিদ্যাল