ইবিতে উন্নয়নের ধারণা ও প্রাসঙ্গিকতা বিষয়ক কর্মশালা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯ ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উন্নয়নের ধারণা, চর্চা এবং প্রাসঙ্গিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ভবনের হল রুমে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. নাসিম বানুর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। এসময় বক্তারা বলেন, উউন্নয়ন একটি বহুমাত্রিক ধারণা যেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় অর্ন্তভূক্ত। এটিকে টেকসই করতে হলে সুশাসন, গণতন্ত্র এবং রাষ্ট্রীয় কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের প্রভাষক মোঃ হাফিজুল ইসলাম এবং শিক্ষার্থী মারিয়া। শতাধিক এ শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: