গুজব রুখতে লিফলেট হাতে ইবি ছাত্রলীগ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯ মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি : সম্প্রতি দেশে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজনের নিহত হবার ঘটনা ঘটেছে। এটা সম্পূর্ণ একটি গুজব। কোনপ্রকার গুজবে কান দেবেন না। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। ছেলে ধরা কাউকে সন্দেহ হলে তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। পুলিশে সোপর্দ করে দিবেন। তবু আইন নিজের হাতে তুলে দিবেন না। এসব গুজব রুখতে জনসাধারণকে সর্তক করতে লিফলেট হাতে নিয়ে কাজ করে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভ্যান চালক, দিনমজুর, দোকান ও হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে প্রায় সকলের হাতে হাতে লিফলেট প্রদান করে সর্তক করেছে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। এসময় তারা মানুষের দারে দারে ঘুরে সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে নষ্ট করতে কিছু কুচক্রী মহল দেশে এসব গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কাজে যারা গুজব ছড়িয়ে বাধা সৃষ্টি করতে চাচ্ছে তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরীর জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিতায় ছেলেধরা ও পদ্মা সেতু গুজব নিয়ে সচেতনতা তৈরী করতে লিফলেট বিতরন করেছি এবং সবাইকে বুঝিয়েছি একটা মহল চাচ্ছেনা দেশের উন্নয়ন হোক তাই এ গুজব ছড়ানো হচ্ছে। আমরা সকলকে গুজবের রোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছি। সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, পদ্মা সেতুর কাজকে বাধাগ্রস্থ করার জন্য যে গুজব সৃষ্টি করা হচ্ছে সেটি থেকে মানুষকে সচেতন করার জন্য সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের এই কর্মসূচী। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: