ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন জন নতুন সহকারী প্রক্টর

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন তিনজন সহকারী প্রক্টরকে আগামী এক বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। মঙ্গলবার (২৩ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আবদুল লতিফ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন সহকারী অধ্যাপক এস এম নাসিমুজ্জামান (ব্যবস্থাপনা), প্রভাষক মোঃ আরিফুল ইসলাম(বায়োমেডিক্যাল এ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং), প্রভাষক মোঃ হাফিজুল ইসলাম(ডেভেলপমেন্ট স্টাডিজ)।

পূর্বে একই পদে নিয়োগপ্রাপ্ত ছিলেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাশিদুজ্জামান এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শাম্মী আক্তার।

Comments